মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তুমুল হট্টগোলে বিধানসভায়, বিজেপি বিধায়ককে মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সপ্তাহের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় তুমুল হই হট্টগোলে ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা।
সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ। মার্শাল দিয়ে অধিবেশন কক্ষ থেকে তাঁকে বের করে দিলেন স্পিকার। প্রতিবাদে ওয়াকআউট করল বিজেপি।
বিধানসভা থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও ও শংকর ঘোষ। চলতি অধিবেশনে বাকি সময়ের জন্য সাসপেন্ড থাকবেন দুই বিজেপি বিধায়ক।
বিধানসভা সূত্রে জানা গেছে, এদিন অধিবেশন শুরু হতেই বিজেপি বিধায়কেরা ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা, চাকরিহারাদের অবস্থান, স্কুলে শিক্ষকের অভাব সহ রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে মুলতুবি প্রস্তাব জমা দেন। তাঁদের মুলতুবি প্রস্তাব খারিজ করেন অধ্যক্ষ। তখনই তুমুল শোরগোল শুরু করেন পদ্মের বিধায়কেরা। তোলা হয় স্লোগান। গোটা ঘটনার নেতৃত্ব দেন বিধায়ক মনোজ ওঁরাও। সঙ্গে তাল মেলান বিধায়ক শংকর ঘোষও। মূলত তাঁদের দু’জনকে সাবধানও করেন স্পিকার। কিন্তু স্পিকারের নির্দেশকে অমান্য করে নিজেদের মতো বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী শিবিরের বিধায়কেরা। যার জন্য শংকর ঘোষ ও মনোজ ওঁরাওকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ। এরপরই প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা।
উল্লেখ্য, সোমবার সকালে অধিবেশন শুরু হতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করতেই শিখা চট্টোপাধ্যায় একটি মন্তব্য করেন। তাঁকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেশি কথা বলবেন না। আপনি কী করেন সবটাই আমি জানি।’ এই কথা শুনে ওয়েলের কাছে গিয়ে বিক্ষোভ, স্লোগান দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*