রোজদিন ডেস্ক, কলকাতা:- সাত সকালেই হাজিরা দিলেন সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ সাউ। অনুব্রত মন্ডলের কদর্য আক্রমণের পর বোলপুরের IC-কে নিশানা করে ভিডিও পোস্ট সাসপেন্ডেড নেতা। পুলিশকে হুমকির অভিযোগে সকাল ১১টায় তলব করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগেই এদিন সিউড়ি থানায় হাজির দেন তিনি। সকাল ৬ থেকে ৭.৩০ পর্যন্ত দেড়ঘণ্টা সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বীরভূমের প্রাক্তন জেলা সভাপতির পর, বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পুলিশকে আক্রমণ করেন। কিন্তু, অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়ে, ছেড়ে দিলেও বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। স্যোশাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ করে পোস্ট করার ঘটনায় সাসপেনডেন্ড তৃণমূল ছাত্র নেতা বিক্রমজিৎ সাউকে আজ সকালে সিউড়ি থানায় তলব করা হয়েছে। গতকাল বাড়িতে ছিলেন না বিক্রমজিৎ। তাঁর ফোনও বন্ধ ছিল।

Be the first to comment