মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে হই চই করেছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। সেই বিতর্কের জল গড়াল উত্তরপ্রদেশে। রাজ্যের ধর্মীয় স্থানগুলো থেকে অবৈধ লাউডস্পিকার খুলে নেওয়া এবং কোথাও কোথাও শব্দমাত্রা কমানোর নির্দেশ দিয়েছিল যোগী প্রশাসন। রবিবার সকাল ৭টা পর্যন্ত প্রায় ৫৪ হাজার লাউডস্পিকার খুলে নিয়েছে যোগীর পুলিশ। ভল্যুম কমিয়েছে ৬০ হাজারের বেশির।
উত্তরপ্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার এদিন বিবৃতি দিয়ে জানালেন, ‘এ পর্যন্ত বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ৫৩,৯৪২টি লাউডস্পিকার খুলে নেওয়া হয়েছে। বৈধ শব্দমাত্রায় কমিয়ে আনা হয়েছে ৬০,২৯৫টি লাউডস্পিকারকে।’ প্রসঙ্গত, ধর্মীয় স্থান থেকে অবৈধ লাউডস্পিকার সরানোর নির্দেশিকা জারি হয়েছিল ২৪ জুলাই। তারও আগে ওই লাউডস্পিকারের শব্দ কমানোর নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ।
এই বিতর্কের শুরু ১৩ এপ্রিল। রাজ ঠাকরে মহারাষ্ট্র সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মসজিদে লাউডস্পিকার বাজানো বন্ধ না হলে রাজ্যের সমস্ত মসজিদের সামনে লাউডস্পিকারে হনুমান চালিসা চালাবেন তিনি। এ নিয়ে পদক্ষেপ নিতে ৩ মে পর্যন্ত সময়সীমা দিয়েছেন রাজ। এরপরেই মহারাষ্ট্রের পুলিশ-প্রশাসন নড়েচড়ে বসে। অনুসন্ধান চালিয়ে তারা জানিয়ে দেয়, রাজ্যের অন্তত ৭০ শতাংশ মসজিদেই লাউডস্পিকার নেই। যেখানে আছে তার বেশিরভাগেই অত্যন্ত কম ভল্যুমে বাজানো হয়।
Be the first to comment