অবসরের পর এবার RSS এ যুক্ত হতে চলেছেন বিচারপতি চিত্তরঞ্জন দাশ

Spread the love

রোজদিন ডেস্ক :- কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই গত কদিন ধরে।
কিছুদিন আগেই বিচারপতির পদ ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। চলতি লোকসভা নির্বাচনে তমলুকের পদ্মপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার অবসরের দিনে এই হাইকোর্টেরই অপর এক বিচারপতি চিত্তরঞ্জন দাশ জানালেন, তিনি বহুবছর আরএসএস (RSS) তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্য ছিলেন। আর অবসরের পর সেখানেই ফিরে যেতে চান।
গতকাল নিজের অবসরের দিন এজলাসে বসে দীর্ঘ জীবন কাহিনীর বর্ণনা দিচ্ছিলেন বিচারপতি। তখনই অকপটে বিচারপতি বলেন, “আজ অবসরের মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজের জীবনের সত্যিটা প্রকাশ করতে চাই। আমি একটি প্রতিষ্ঠানের কাছে ভীষণভাবে ঋণী। আর তা হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। শৈশব থেকে যৌবন পর্যন্ত আমি আরএসএসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম।”
বিচারপতির বক্তব্য, “RSS আমাকে সাহসী, ন্যায়পরায়ণ, অন্যদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি দেশপ্রেম এবং কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে শিখিয়েছে।” তিনি আরো বলেন, “আমার সাহস আছে। তাই আজ চাকরি থেকে অবসরের মুহূর্তে সকলের কাছে নিজের সত্যিটা স্বীকার করতে পারলাম। দীর্ঘ ৩৭ বছর নিজেকে ওই প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে রেখেছিলাম।”

বিচারপতি স্পষ্টতই জানান, বিচারপতির পদে থেকে কখনও তিনি তার চেয়ার এর পাওয়ার নিয়ে অপব্যবহার করেন নি। তিনি আরো বলেন, ‘সে কমিউনিস্ট হলেও যথাযথ রায়দান করেছি।’ কেউ তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে তাকে আলাদা চোখে দেখেননি। বিজেপি বা কংগ্রেস সমর্থকের জন্য আলাদা পদক্ষেপ করেননি। সবকিছুর ঊর্ধ্বে তার কাছে বিচারব্যবস্থা জীবনে কখনও কোনও ভুল কাজ করেননি বলে জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*