বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট – পাথর ছোঁড়া হল, অভিযোগের নিশানায় তৃণমূল..

Spread the love

রোজদিন ডেস্ক :- প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মঙ্গলবার গড়িয়ার পঞ্চসায়রে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। প্রচারগাড়ি থেকে পতাকা ছিঁড়ে নেওয়ারও অভিযোগ করা হয়। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। সিপিএমের দাবি, লোকসভায় হেরে যাওয়ার ভয়ে বাম প্রার্থীকে বাধা দিতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

মঙ্গলবার সকালে গড়িয়া এলাকায় হুডখোলা গাড়িতে চেপে প্রচার সারছিলেন সৃজন। তাঁর গাড়ির পিছনে অটো এবং বাইকে চেপে মিছিল করে আসছিলেন বাম কর্মী-সমর্থকেরা। অভিযোগ, প্রচার গাড়ি পঞ্চসায়র থানা এলাকায় পৌঁছতেই সৃজন ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তাঁর প্রচার গাড়িতে লাগানো দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিপিআইএমের আরও অভিয়োগ যে, নাকতলা এবং সংলগ্ন এলাকাতেও দলের পতাকা এবং বাম প্রার্থীর প্রচারের ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। সোমবার রাতের এই ঘটনাতেও বামেদের অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিয়োগ দায়ের করা হয়েছে।

পঞ্চসায়রের ঘটনার পর সৃজন ভট্টাচার্য বলেছেন, “হেরে যাওয়ার ভয়েই তৃণমূল আমাদের বাধা দিতে শুরু করেছে। তবে এভাবে আমাদের আটকানো যাবে না। আমাদের জয় হবেই।”

সব অভিযোগ উড়িয়ে তৃণমূল মুখপাত্র তথা কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তীর প্রশ্ন, “তিনের সঙ্গে একের কোনও লড়াই হয় না। তৃতীয় স্থানে যারা থাকবে, তাদের খামোকা তৃণমূল ফুটেজ দিতে যাবে কেন?”..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*