শহরে মাদক সরবরাহ চক্রের পর্দা ফাঁস, ধৃত ৩

Spread the love

বড়দিনের আগেই শহরে বড়দিনের পার্টিতে মাদক সরবরাহের চক্রের পর্দা ফাঁস করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার ১ ডিজে সহ মোট ৩ জন। ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাদক। ধৃত ৩ জনের নাম হেনরি লরেন্স মান্না, রবার্ট ডিক্সন ও ডিজে নিখিল। প্রথম দুজন বেনিয়াপুকুর ও বালিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনায় বিনোদন জগতের বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে। নাম জড়িয়েছে পার্ক স্ট্রিটের এক বিখ্যাত নাইট ক্লাবের। ধৃতদের জেরায় আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ ৷

তদন্তে জানা গিয়েছে, হিমাচলপ্রদেশের কুলু ড্রাগসের আড়ত। সেখান থেকেই ড্রাগস কেনে পেড্রো নামে এক ব্যক্তি। সে ড্রাগস নিয়ে দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে কলকাতা পৌঁছয়। রবিবার শিয়ালদহ স্টেশনের কাছে ওই মাদক উদ্ধার হয়। অভিযোগ তারই কাজ ছিল রবার্ট নামে ওই ব্যক্তির হাতে ড্রাগস তুলে দেওয়া। রবার্টই ‘মিক্স’ নাইট ক্লাবে ড্রাগস পৌঁছে দেয়। পাশাপাশি ধৃত ডিজে বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করত বলে অভিযোগ ৷ ধৃতকে জেরা করে আরও বেশ কয়েকজন ডিজের নাম পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ অভিজাত ক্লাবগুলিতেই ধৃত ডিজে মাদক সরবরাহ করত বলে জানা গেছে ৷

জানা গিয়েছে, ক্রিসমাস ও বর্ষবরণের জন্যই শহরের নামী নাইটক্লাবগুলিতে ড্রাগস নিয়ে আসা হচ্ছিল। শহরের মাদক পাচারের মূল চক্রীদের নাম জানার চেষ্টা করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*