রোজদিন ডেস্ক : রাজধানী দিল্লির এক নামী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের দায়ে অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর আগাম জামিনের আবেদন খারিজ করলো ওখানকার এক আদালত। তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ, প্রতারণার অভিযোগ দায়ের করেছে শৃঙ্গেরি মঠের অছি পরিষদ। তাঁদের অভিযোগ, প্রতারণা, অর্থ নয়ছয় ইত্যাদি অপরাধমূলক কাজ করে বিশ্বাসভঙ্গ করেছেন উনি। সমান্তরাল তহবিল খুলে তা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বুঝে আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে।
শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক ছাত্রী এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।বেপাত্তা এই গুরুর বিরুদ্ধে লুক আউট বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। তিনি যাতে কোন ভাবে দেশের বাইরে পালাতে না পারেন, এর জন্য সর্বত্র কঠোর নজরদারি চলছে। এখন অবধি পুলিশের খাতায় বেপাত্তা থাকলেও কিভাবে তিনি আগাম জামিনের আবেদন করলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Be the first to comment