রোজদিন ডেস্ক : শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী পন্ডিত ছন্নুলাল মিশ্র আজ প্রয়াত হয়েছেন। উত্তর প্রদেশের মির্জাপুরে দীর্ঘ অসুস্থতার পর আজ ভোরে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৮৯। বেনারস ঘরানার এই বিশিষ্ট শিল্পীর প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ব্যক্ত করেছেন। বিখ্যাত তবলা বাদক শান্তা প্রসাদের নাতি ছন্নুলাল বাবা বদ্রীপ্রসাদ মিশ্রর কাছে খুব অল্প বয়েসে গানের তালিম নিয়েছিলেন। ভারত সরকার তাঁকে সংগীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করেছিলেন (২০০০সালে), এরপর যথাক্রমে ২০১০ এ পদ্মভূষণ ও ২০২০ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান। শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেরা পীঠস্থান উত্তর প্রদেশে তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে।
আজ বিকেলে বারাণসির মণিকর্ণিকা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যায়।

Be the first to comment