- আজ বিজয়া দশমী। হরষে বিষাদে মাকে বিদায়, প্রার্থনা আবার আসিস মা। এবার অপেক্ষা ৩৮১ দিনের। আগামী বছর পুজো শুরু ১৭ই অক্টোবর
- আজ শুভ বিজয়া, তার সঙ্গে দশেরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বিজয়া ও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, অশুভ শক্তি ও অসত্যকে দূর করে শুভ শক্তি ও সত্যের বিজয় হল বিজয় দশমী আমার কামনা এই উৎসবের মুহূর্তে সকলে যেন সাহস বুদ্ধি এবং ভক্তির পথে নিরন্তর অগ্রসর হওয়ার প্রেরণা পায়। সারাদেশে আমার পরিবারের মানুষকে বিজয়া দশমীর অনেক অনেক শুভকামনা। এরকমই লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- আজ বৃহস্পতিবার। লক্ষ্মীবারে অনেকেই প্রতিমা নিরঞ্জন না করলেও, কেউ কেউ বিধি মেনে পঞ্জিকা মেনে আজি মাকে বিসর্জন করবেন। তাই বুধবার কলকাতার গঙ্গার ঘাটগুলি প্রস্তুতি এবং নিরঞ্জনের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম।
- টাকিতে ইছামতি নদীতে চলছে বিসর্জন। বিএসএফের কড়া নিরাপত্তায় মাকে দুই দেশের মাঝামাঝি নিরঞ্জন করা সত্যিই দেখার মত দৃশ্য।
- আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঝড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিপাত এইরকমই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শনিবার বৃষ্টির পরিমাণ কমতে পারে। দশমী একাদশীতে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে
- আজ সকাল থেকে আকাশের মুখ ভার প্রকৃতি যেন মা চলে যাওয়ার জন্য চোখের জল ফেলছেন বৃষ্টির মধ্যেই চলছে দেবীবরণ ধুনুচি নাচ
- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায় মহাত্মা গান্ধীর জন্মদিনেও তাঁর ঈশ্বর আল্লাহ তেরো নাম/ সবকো সম্মতি দে ভগবান উদ্ধৃতি স্মরণ করে অহিংসা ও সম্প্রীতির প্রতীক বাপু-কে শ্রদ্ধা জানান।
- সবাইকে শুভ বিজয়া এবং দশেরা ও Dassain এর শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
- লাল বাহাদুর শাস্ত্রী ও গান্ধীজিকে জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুভ বিজয়া এবং দশেরার শুভেচ্ছা ও জানান সকলকে।
- মুক্তিযোদ্ধা ও সমাজতান্ত্রিক আদর্শের বলিষ্ঠ কণ্ঠস্বর ডঃ জি জি পারিখের প্রয়াণ সংবাদ শুনে গভীরভাবে শোকাহত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে তিনি লেখেন ন্যায় ও সমতার যুদ্ধে বিভিন্ন ভূমিকায় তিনি পুরো জীবন উৎসর্গ করেছেন। আমি তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
- ভারতরত্ন ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, দূরদর্শী, ভবিষ্যৎদ্রষ্টা থিরু কে কামরাজের মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
- কুলতলীতে বাড়িতে ঢুকে ষাটোর্ধ মহিলাকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্তদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
- সুরুচি সংঘের প্রতিমা এবং প্যান্ডেল দেখতে রোজই তারকাদের ভিড়। আজকে এলেন সস্ত্রীক সজ্জন জিন্দাল। মোহিত মন্ত্রমুগ্ধ জিন্দাল দম্পতি।
- নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপুজো, শুধু বম্বেতে নয়, সারা দেশে-বিদেশে এর খ্যাতি। এটি মুখার্জি পরিবারের পুজো, কাজল ও রানী মুখার্জি এই পুজোয় আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। রোজ ৬ হাজার জনকে ভোগ খাওয়ানো হয়। আজ বিজয়া, পূজোর শেষ। তাই মনে বিষাদের সুর। তাতেও কোলাকুলিতে মাতলেন সবাই।
- দিল্লির দ্বারকা কালীবাড়িতে সিঁদুর খেলা, মাকে বরণ।

Be the first to comment