রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় ডবল ইঞ্জিনের সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে দাবি করলেন। আজ ঝাড়সুগুদায় 60 হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সুচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে পাশে নিয়ে ওড়িশার মানুষের শিল্প সংস্কৃতির ঢালাও প্রশংসা করেন। বলেন, এই রাজ্য প্রকৃতির অমূল্য সম্পদ। নাম না করে পুর্বতন সরকারকে বিঁধে বলেন, কয়েক দশক ধরে এখানকার মানুষ অনেক সমস্যায় ভুগেছেন। এবার আর তা হবে না। ডবল ইঞ্জিনের সরকার আমজনতার দাবি পূরণ করবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ওড়িশায় নবীন পট্টনায়ক-এর নেতৃত্বে থাকা বিজেডি সরকারকে পরাজিত করে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপর আজই প্রথম এই রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। দৃশ্যত খুশি মোদিজি জানান, এই দশক ওড়িশার পক্ষে খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার এখানে দুটি সেমি কন্ডাকটর প্রকল্প তৈরির অনুমতি দিয়েছে।
আজ তিনি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করে বলেন, গুজরাটে থাকা ওড়িশার মানুষদের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নয়া ট্রেন তাঁদের যাতায়াত সহজ করবে। উপকৃত হবেন উভয় রাজ্যের বাসিন্দারাই। এই ছাড়া বিএসএনএল-সহ একাধিক প্রকল্পের সূচনা করেন তিনি। সব মিলিয়ে প্রায় ষাট হাজার কোটি টাকার প্রকল্পর কথা বলেন।
বছর ঘুরলেই পশ্চিম বংগের গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। পড়শি ওড়িশা, ভোটমুখি বিহারে একের পর এক উন্নয়ন প্রকল্প ঘোষণা হচ্ছে। এই রাজ্যেও আসা-যাওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী-সহ অন্যান্য বিজেপি নেতারা। লক্ষ্য এক, এখানে ডবল ইঞ্জিন সরকার গঠন করা।

Be the first to comment