রোজদিন ডেস্ক : ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেকের সেক্টর ফাইভের অফিসে বৃহস্পতিবার সকাল থেকে চলছে ইডির তল্লাশি। দিল্লি থেকে এরজন্য একটি বড় টিম এসেছে বলে খবর। এছাড়াও ওই টিমের কয়েকজন সদস্য একযোগে বড়বাজারের পোস্তায় একজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। সূত্রের খবর, কয়লাপাচার সংক্রান্ত দিল্লিতে নথিভুক্ত একটি পুরনো মামলার তদন্তে এই অভিযান চলছে। এই নিয়ে ইডি বা আইপ্যাকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment