রোজদিন ডেস্ক : সাত সকালে নিউ টাউনে বিধ্বংসী আগুনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। থাকদাঁড়িতে সিনার্জি বিল্ডিং-এ আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বহুতল সুরম্য এই ভবনে আছে বহু অফিস৷ নীচে আছে বেকারি। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছে। আজ সকালে কিভাবে আগুন লাগলো তা এখনও পরিস্কার নয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
পাশেই আছে একটি ট্রান্সফরমার। ফলে খুব সাবধানে কাজ করছেন দমকল কর্মীরা। বেশ কয়েকটি তলার কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। আগুনের আতঙ্কে ভিতরে থাকা মানুষ জন বাইরে চলে এসেছেন। দাউ দাউ করে জ্বলছে বহুতলটি। ধোঁয়ায় ঢেকেছে আকাশ

Be the first to comment