রোজদিন ডেস্ক : সোমবার নাগরাকাটায় শিবির ঘুরে তদারক করলেন ত্রাণের কাজ। নিজে হাতে করে তুলে দিলেন প্রয়োজনীয় সামগ্রী। খোদ মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে মুখে একটু হাসি বন্যায় সব হারানো মানুষগুলোর। নাগরাকাটার পর আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য সুখিয়াপোখরি। সফরসূচি বলছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরিক পৌঁছাবেন তিনি। যাবেন জোড়বাংলো-সুখিয়াপোখরি বিডিও অফিস কম্পাউন্ডে। সেখানে গিয়ে রিভিউ মিটিং ও বন্যা দূর্গতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তাঁর এই সফর উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সোমবার নাগরাকাটা পরিদর্শনে গিয়ে এলাকা চষে বেড়ান পায়ে হেঁটে। অস্থায়ী ব্রিজ পেরিয়ে পৌঁছে যান দুর্গত মানুষজনের কাছে। তাঁদের হাতে ত্রাণ তুলে দেন। স্বজনহারা পরিবারের একজন করে মোট সাতজনের হাতে স্পেশ্যাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন। সেইসঙ্গে খতিয়ে দেখেন পুনর্গঠনের কাজ। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। গৃহহারাদের দেন বাংলার বাড়ি করে দেওয়ার আশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিপর্যস্ত এলাকা দ্রুত পুনর্গঠনের কাজ চলছে। সেই কাজ দেখে দুর্গত মানুষের মাঝে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ত্রাণ শিবিরে গিয়ে নিজে হাতে তা বণ্টন করেন। মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বারের এই সফর অনেকটাই সাহস জুগিয়েছে দুর্গত মানুষদের। কেউ তাঁর হাতে ফুল দিলেন, কেউ জানালেন কৃতজ্ঞতা। তাঁরা বলছেন, দিদি এলেন, আমরা ভরসা পেলাম। এদিন ফের মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়ে গেলেন, যতক্ষণ না তাঁদের সব ব্যবস্থা হচ্ছে, পাশে থাকুন।

Be the first to comment