রমিত সরকার, নদীয়া
টোটো গাড়ি রেজিস্ট্রেশনের উদ্যোগ নিল রাজ্য সরকার। মাত্র ১০০০ টাকায় এবার টোটো মালিক ও চালকরা পাবেন রেজিস্ট্রেশনের সুযোগ। আবেদন করলেই দেওয়া হবে একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর, সঙ্গে লাগানো হবে নম্বর প্লেট ও কিউআর কোড।
সরকারি সূত্রে জানা গেছে, যারা রেজিস্ট্রেশন করবেন না, তাদের ক্ষেত্রে প্রশাসনিক অসুবিধা হতে পারে— এমনকি পড়তে পারেন আইনি জটিলতায়ও।
নদীয়া জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সনৎ চক্রবর্তী এই সিদ্ধান্তকে “ভবিষ্যতমুখী পদক্ষেপ” বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “টোটো চালকদের সুরক্ষা ও ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ। একবারের জন্য মাত্র এক হাজার টাকা দিলেই তারা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। ভবিষ্যতে বিমার আওতায়ও আনা হবে টোটো চালকদের।”
অন্যদিকে, জেলা বিজেপি নেতা সোমনাথ করের দাবি,“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক হাজার টাকা লক্ষীর ভান্ডারে দিচ্ছেন, সেই টাকাই ঘুরপথে ফেরত নেওয়ার চেষ্টা হচ্ছে। সত্যি যদি রেজিস্ট্রেশন হয়, তাহলে ভালো; কিন্তু এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে সেটা দুর্ভাগ্যজনক।”
অন্যদিকে টোটো চালকদের একাংশের বক্তব্য, তাদের দৈনিক আয় প্রায় ৩০০ টাকার মধ্যে সীমিত। সেই অবস্থায় রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা দেওয়া তাঁদের পক্ষে কঠিন। তাঁরা চান, যদি সরকার ছাড়পত্র বা কিস্তির ব্যবস্থা করে, তবে অনেকেই এগিয়ে আসবেন।
সব মিলিয়ে, টোটো রেজিস্ট্রেশন নিয়ে রাজ্যের পরিবহন দপ্তরের এই নতুন পদক্ষেপে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এখন দেখার, এই নিয়ম কার্যকর হওয়ার পর টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আসে, নাকি আরও বাড়ে রাস্তায়।

Be the first to comment