রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী আটদিন দেশে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ দেশে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ বুধবার সকালে দিল্লি থেকে উড়েছে। বিশেষ এয়ার ইন্ডিয়ার বিমানে।
জানা গেছে এই সফরে প্রধানমন্ত্রী প্রথমে যাবেন ঘানায়। সেখান থেকে ত্রিনিদান-টোবাগো, আর্জেটিনা , ব্রাজিল ও নাম্বিয়া। প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত ১১ বছরে এক দীর্ঘ বিদেশ সফর করেননি প্রধানমন্ত্রী।
অতীতে কোনও প্রধানমন্ত্রীর এত লম্বা সফরের নজির নেই। ১৯৭১-এ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়তে এক সফরে বহু দেশ গিয়েছেন।
বুধবার সকালে দেশ ছাড়ার আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামী কয়েকদিন, আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দেব। বিশ্ব নেতাদের সঙ্গে আলাপচারিতায় গোটা বিশ্বকে আরও এগিয়ে নিতে আলোচনা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

Be the first to comment