পহেলগাঁওয়ে জঙ্গী হানার পর আজ প্রথমবার কাশ্মীরে প্রধানমন্ত্রী ; করলেন একগুচ্ছ উদ্বোধন, জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁও কাণ্ডের পরে আজ, শুক্রবার প্রথমবার কাশ্মীর উপত্যকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি ৷ এর মধ্যে রেল-সড়কের পাশাপাশি রয়েছে স্বাস্থ্যক্ষেত্র। স্বাভাবিকভাবেই উপত্যকার মানুষ এর মাধ্যমে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে চায় ৷

উপত্যকার মানুষের একটা বড় ভরসা হল পর্যটন। যার উপরে দাঁড়িয়ে থাকে এই গোটা এলাকার জীবনধারণের একটা বড় অংশ ৷ রেল ও সড়ক সেই কাজে বাড়তি সহায়তা প্রদান করল।

প্রধানমন্ত্রী উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্পটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন। প্রায় ৪৩,৭৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৭২ কিলোমিটার দীর্ঘ USBRL প্রকল্পটিতে ৩৬টি টানেল (১১৯ কিলোমিটার বিস্তৃত) এবং ৯৪৩টি সেতু রয়েছে। এই প্রকল্পটি কাশ্মীর উপত্যকা এবং দেশের বাকি অংশের মধ্যে সর্ব-আবহাওয়া, নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ স্থাপন করবে যার লক্ষ্য আঞ্চলিক গতিশীলতা রূপান্তর করা এবং আর্থ-সামাজিক একীকরণ চালানো।

সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করলেন। তিনি ৭০১ নম্বর জাতীয় মহাসড়কের রাফিয়াবাদ থেকে কুপওয়ারা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ প্রকল্প এবং ১,৯৫২ কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক ৪৪৪ নম্বর জাতীয় মহাসড়কের শোপিয়ান বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

প্রধানমন্ত্রী শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শ্রীনগর এবং ফিরে যাওয়ার জন্য দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন।

এদিন তিনি শ্রীনগরের জাতীয় মহাসড়ক ১-এর সংগ্রামা জংশনে এবং ৪৪ নম্বর জাতীয় মহাসড়কের বেমিনা জংশনে দুটি উড়ালপুল প্রকল্পের উদ্বোধন করলেন। প্রধানমন্ত্রী কাটরায় ৩৫০ কোটি টাকারও বেশি মূল্যের শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এটি হবে রিয়াসি জেলার প্রথম মেডিক্যাল কলেজ যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবা পরিকাঠামোতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*