বিধানসভা নির্বাচনের আগেই কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে বাংলায় আসতে পারেন রাহুল-প্রিয়াঙ্কা, খাড়গে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এই রাজ্যে কংগ্রেসের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে বঙ্গে আসতে পারেন রাহুল-প্রিয়াঙ্কা, খাড়গে।

চলতি বছরের গত ২৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছে কংগ্রেসের ‘সংবিধান যাত্রা’। একবছর ধরে দেশের প্রতিটি রাজ্যে এই পদযাত্রা পৌঁছাবে। তেমনি কংগ্রেস সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পদযাত্রা বাংলায় যখন আসবে তখন অন্যান্য রাজ্যের মতোই এই রাজ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল, প্রিয়াঙ্কা–সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ওই কর্মসূচিতে উপস্থিত হতে পারেন। তাই পশ্চিমবঙ্গে এই পদযাত্রার দিন ঠিক করতে ইতিমধ্যেই কংগ্রেস হাইকম্যান্ড বিধান ভবনকে নির্দেশ দিয়েছে। সূচি ঠিক হলে রাহুল, নাকি প্রিয়াঙ্কা, নাকি দু’জনেই বাংলায় আসবেন, তা কংগ্রেস হাইকম্যান্ড জানিয়ে দেবে। এই কর্মসূচি নিয়ে শনিবার বিধান ভবনে এআইসিসি–র পর্যবেক্ষক গুলাম মিরের উপস্থিতিতে প্রাথমিক পর্যায়ে একটি আলোচনাও হয়েছে বলেই জানা যাচ্ছে।
গুলাম মির বলেন, ‘সংবিধান বাঁচাও রাষ্ট্রীয় পদযাত্রা বাংলায় পৌঁছালে সেই সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত থাকতে পারেন। প্রদেশ কংগ্রেস এই পদযাত্রার দিনক্ষণ ঠিক করবে।’
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে রাহুল শেষবার বাংলায় এসেছিলেন। এই কর্মসূচি উপলক্ষে প্রায় ১৪ বছর পর উত্তরবঙ্গে পা রেখেছিলেন কংগ্রেস সাংসদ।
উল্লেখ্য, ২০২৪–এর লোকসভা নির্বাচনে রাহুল পশ্চিমবঙ্গে প্রচার করতে আসেননি। কংগ্রেস হাইকম্যান্ডের শীর্ষ নেতাদের মধ্যে খাড়গে ২০২৪–এর লোকসভা নির্বাচনে মালদায় জনসভা করেছেন। রাজ্যে একমাত্র মালদা দক্ষিণ আসনেই জিতেছিল কংগ্রেস।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাই আবারও প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে বঙ্গে আসতে পারেন রাহুল-প্রিয়াঙ্কা, খাড়গে-সহ কংগ্রেসের দিল্লির নেতৃত্বরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*