রোজদিন ডেস্ক, কলকাতা:- আপাতত কলকাতা হাইকোর্টে খানিকটা স্বস্তিতে শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত। এদিন আদালত জানিয়েছে, লেটার হেডে ডিপ্লমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে শান্তনুকে। পাশাপাশি মামালকারীকে আবার শুনানির সুযোগ করে দিতে হবে। শান্তনু সেনকে তাঁর বক্তব্য বলার জায়গা দিতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিদেশের ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া শান্তনু সেনের ডাক্তারী লাইসেন্স দু’বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়ে দিয়েছিল, আর নামের পাশে ‘ডাক্তার’ লিখতে পারবেন না তিনি! পারবেন না প্রেসক্রিপশন লিখতেও! এমনটা জানানো হয়েছিল।
কিন্তু সোমবার আদালত জানিয়ে দিয়েছে, লেটার হেডে শান্তনু ডিপ্লমা ফেলশিপ হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। এর পরেই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় তারা।

Be the first to comment