রোজদিন ডেস্ক : পুজো দেখতে বেরিয়ে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। গতকাল গভীর রাতে উত্তর ২৪ পরগণার শ্যামনগর স্টেশনে রেলগেট বন্ধ থাকা সত্বেও লাইন পার হতে গিয়ে
থ্রু ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান তিনজন। গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নামে। স্থানীয় সূত্রের খবর, থ্রু ট্রেন যাবে বলে বারবার স্টেশনে ঘোষণা করা সত্বেও চারজন বন্ধ রেলগেট দিয়ে পার হচ্ছিলেন। দ্রুত গতিতে আসা থ্রু ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান তাঁরা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজনকে হাসপাতালে নিয়ে গেলে ও বাঁচানো যায়নি। স্থানীয় মানুষের ধারণা, সম্ভবত ওঁরা পুজো দেখতে যাচ্ছিলেন। তাঁদের অনেকে এই দুর্ঘটনার জন্য পুলিশের ভূমিকারও সমালোচনা করেন। যা মানতে নারাজ পুলিশ। নিজেদের সচেতনতার অভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনার তাঁরা শিকার হলেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment