রোজদিন ডেস্ক : ফের বিতর্কে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো। পুজোর মূল উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ তুলেছেন, পুলিশ-প্রশাসন তাঁদের পুজোয় দুর্ঘটনা ঘটিয়ে বন্ধ করার চক্রান্ত করছে। এই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে ক্ষোভে ফেটে পড়েন সজল ঘোষ। তিনি বলেন, বারবার বিভিন্ন নোটিস পাঠিয়ে হয়রান করা হচ্ছে। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে সজল বলেন, এ সব চলতে থাকলে পুজো হয়তো বন্ধই করে দিতে হবে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সজলের দাবি, দুর্ঘটনা ঘটিয়ে তার দায় পুজো উদ্যোক্তাদের ওপর চাপানোর পরিকল্পনা চলছে। আর এর পিছনে রয়েছে পুলিশ। মণ্ডপ এলাকার ৪০ ফুটের রাস্তায় গার্ডরেল বসিয়ে ১৫ ফুট করে দেওয়া হয়েছে। মাঠে ঢোকার রাস্তায় রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এতে দর্শনার্থীদের সমস্যা হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
সন্তোষ মিত্র স্কোয়ারে এবার পুজোর থিম, অপারেশন সিঁদুর। সেখানে এআই দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো রাখা হয়েছে। যা ইতিমধ্যেই সবার নজর কাড়ছে। কিন্তু পুলিশ এই শো বন্ধ করতে বলেছে। এই নিয়েই সমস্যার শুরু। আক্ষেপের সুরে সজল বলেন, পুলিশের সঙ্গে ঝামেলা করে কীভাবে এতবড় পুজো করা সম্ভব।

Be the first to comment