রোজদিন ডেস্ক : লাদাখে ধৃত সমাজসেবী সোনম ওয়াংচুক এর সঙ্গে পাকিস্তান যোগের অভিযোগ উঠলো। লাদাখের DGP এস ডি সিং জামওয়াল এই কথা জানিয়ে বলেন, ওঁর সঙ্গে পাকিস্তানের যোগাযোগ আছে।৷ ওয়াংচুকের প্রতিবেশী দেশগুলিতে সফর নিয়েও তিনি উদ্বেগ ব্যক্ত করেন।
গতকালই জাতীয় নিরাপত্তা আইনে লাদাখের নামী সমাজসেবী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বিজেপি শাসিত রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
লে-তে DGP জামওয়াল আরও বলেন, পাকিস্তানের এক গোয়েন্দা আধিকারিক এর সঙ্গে ওয়াংচুকের সংযোগ ছিল। সম্প্রতি পাকিস্তানের এক গোয়েন্দা আধিকারিককে গ্রেফতার করে তাঁরা এই সব জানতে পেরেছেন। ওয়াংচুক পাকিস্তানের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, উনি বাংলাদেশেও গিয়েছিলেন। ওঁর এই সব গতিবিধি তাঁরা খতিয়ে দেখছেন।
প্রসঙ্গত, লাদাখ কে রাজ্যের মর্যাদা দান, সংবিধানের ষষ্ঠ তফসিল এর আওতায় আনার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব সোনম ওয়াংচুক। এই সব দাবিতে গত ১০ সেপ্টেম্বর থেকে তিনি অনশন করছিলেন। এর মধ্যে গত ২৪সেপ্টেম্বর লাদাখে বিপুল গণবিক্ষোভ হয়। ওয়াংচুক এতে উসকানি দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। গতকালই জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গতকাল গ্রেফতার করা হয়। ওই গোলমালের নেপথ্যে বিদেশি হাত আছে কিনা প্রশ্নে DGP জানান, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যে সি পি আই (এম এল) সোনম ওয়াংচুক এর গ্রেফতারের তীব্র নিন্দা করেছে। তাঁদের বক্তব্য, সরকার মানুষের সঙ্গে বিশ্বাসভঙ্গ করে সমস্যা তৈরি করে, পরে তা অন্যর ওপর চাপায়।
লাদাখের এই জনপ্রিয় নেতা সহজে ছাড়া পাবেন না বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment