রোজদিন ডেস্ক : রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ক্রমবর্ধমান দুর্নীতি ও জালিয়াতির ঘটনা রুখতে রাজ্য সরকার ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ব্যাঙ্কের তরফে একটি সামগ্রিক সাইবার সুরক্ষা সংস্কার কর্মসূচি শুরু হয়েছে। এর জন্য রাজ্য সমবায় ব্যাঙ্ক লিমিটেড বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগ করবে। আগামী পাঁচ বছরের জন্য নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও ঢেলে সাজানোর জন্য আগ্রহী সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। তথ্য চুরি, আর্থিক জালিয়াতি বা সাইবার অপরাধের মত ঘটনা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করাই এর উদ্দেশ্য। এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকের তথ্য আরও সুরক্ষিত রাখা ও ডিজিটাল লেনদেনে আস্থা বাড়ানো যাবে বলে মনে করছেন সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্ক রাজ্যের কৃষি, গ্রামীণ উন্নয়ন ও সহায়ক খাতে ঋণদান ও আর্থিক সহায়তার অন্যতম স্তম্ভ। বর্তমানে ব্যাঙ্কের কাজকর্ম সম্পূর্ণ ডিজিটাল হয়ে জাতীয় পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ায় সাইবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ডিজিটাল রূপান্তরের রোডম্যাপ তৈরি করেছে ব্যাঙ্ক। ব্যাঙ্কের সার্ভার, ডেটাবেস, নেটওয়ার্ক, এটিএম ও সিসিটিভি সিস্টেম-সহ সমস্ত ডিজিটাল পরিকাঠামো অডিট করা হবে, যাতে নিরাপত্তায় কোনও ফাঁকফোকর থাকলে তা সহজেই ধরা সম্ভব হবে।

Be the first to comment