পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. অবশেষ বাংলা থেকে এ বছরের মতো বিদায় নিল মৌসুমি বায়ু। অতএব বৃষ্টির হাত থেকে মুক্তি রাজ্যবাসীর।
  2. সুখিয়াপোখরিতে গিয়ে দূর্গতদের হাতে বাড়ি মেরামতির টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। খুশির হাওয়া ত্রাণ শিবিরজুড়ে।
  3. কালীপুজো ও দীপাবলিতে শব্দদূষণ প্রতিরোধ থেকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও বিসর্জন। শহরের পুজো কমিটিগুলিকে নিয়ে ধনধান্যে বৈঠকে কলকাতার নগরপাল।
  4. দুর্গাপুর-কাণ্ডে ধৃত পাঁচ অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে অপরাধ পুনর্নির্মাণ করল পুলিশ। তারাই জড়িত স্বীকার করল ধৃতেরা।
  5. নাবালিকাকে ধর্ষণের অভিযোগ শহরে। অভিযোগ, ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নির্যাতিতা মূল অভিযুক্ত কুতুবউদ্দিন শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  6. দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের জের আদালতে।কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। বিচারপতি শম্পা সরকার মঙ্গলবার মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন। ১৬ তারিখ শুনানির সম্ভাবনা।
  7. মহিষাদল থানা এলাকার চিঙুড়মারি গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ২১৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির মসলা। কমল মাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
  8. পিকআপ ভ্যানে করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরি করতে গিয়ে কোতুলপুরে ধৃত দুই অভিযুক্ত।
  9. ভাঙড়ে তৃণমূলের বৈঠক চলাকালীন ব্যাপক বোমাবাজি, পিছনে কারা, তদন্তে পুলিশ।
  10. টিকিট বণ্টন নিয়ে অসন্তোষ। নীতিশ কুমারের বাড়ির সামনে জেডিইউ নেতা, কর্মীদের একাংশের তুমুল বিক্ষোভ।
  11. দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত চারজন, তদন্তে পুলিশ।
  12. কোল্ডরিফ কাফ সিরাপ কেলেঙ্কারিতে ভয়ঙ্কর তথ্য। ওই মারণ সিরাপের শিশি পিছু ডাক্তারদের কমিশন ছিল ১০ শতাংশ।
  13. জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে হত দুই অনুপ্রবেশকারী, আর কারা, খোঁজে তল্লাশি।
  14. এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার  ৯ মাস পর পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্তের। উত্তরপ্রদেশের ঘটনা।
  15. আদানিদের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে এআই ডেটা সেন্টার বানাবে গুগল। আনুমানিক খরচ ১ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*