মন্ত্রিত্ব ছাড়তে চান সুরেশ গোপী!

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি রূপোলি জগতের নামী তারকা। কেরালার প্রথম বিজেপি সাংসদ। গত বছর লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সারা দেশের রাজনৈতিক মহলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু  কেরল তথা দক্ষিণ ভারতের রূপোলি জগতের নামী অভিনেতা সুরেশ গোপী মন্ত্রিত্ব ছেড়ে  নিজের অভিনয় জগতেই আবার ফিরতে চান!!

গতকাল সুরেশ গোপী বলেন,  অভিনয় জগত ছেড়ে তিনি কখনো ই মন্ত্রী হতে চান নি। এমন কি সম্প্রতি তাঁর আয় ও অনেক কমেছে। আরও অর্থ আয়ের জন্য তিনি অভিনয় করতে চান। তাঁর এই বক্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে।  এমনকি তিনি মন্ত্রিত্বে তাঁর উত্তরসুরী হিসাবে বিজেপির রাজ্যসভা সদস্য সদানন্দন মাস্টারের নামও সুপারিশ করেছেন।

গত বছর মন্ত্রী হওয়ার পরও তিনি একবার তা ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন, যদিও পরে নিজেই তা অস্বীকার করেন।

তাঁর অভিনেতা সত্ত্বার সঙ্গে রাজনৈতিক সত্ত্বা যে খাপ খাচ্ছে না, গতকালের বক্তব্যে তার স্পষ্ট আভাস মেলে।

২০১৬ সালে বিজেপিতে যোগ দেওয়া সুরেশ গোপী আগে ও দু-বার লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।।কিন্তু জয়ের মুখ দেখেননি। ২০২৪ এর লোকসভা নির্বাচনে তিনি ত্রিশুর কেন্দ্রে জয়ী হয়ে মন্ত্রিত্ব পান।

গত আগস্ট মাসে কেরলের ত্রিশুরে কংগ্রেস তাঁকে “নিরুদ্দেশ “, বলে পোস্টার দেয়। ছত্তিসগড়ে কেরলের দুই নানকে গ্রেফতার করার পরও তিনি নীরব কেন প্রশ্ন তোলেন তাঁরা।

এবার সুরেশ গোপী ফের তাঁর অভিনয় জগতে ফেরার ইচ্ছা ব্যক্ত করায় বিড়ম্বিত বিজেপি।

প্রধানমন্ত্রী ও তাঁর দল সুরেশ গোপীকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, সবাই এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*