রোজদিন ডেস্ক : রাজ্যে সাড়া জাগানো কসবা আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আজ জামিন পেলেন নিরাপত্তারক্ষী পিনাকী ব্যানার্জি। আলিপুর সেশন আদালতের ভ্যাকেশন বেঞ্চ শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করেছে। গত জুন মাসে দক্ষিণ কলকাতায় আইন কলেজে টিএমসি-র যুব নেতা মনোজিৎ মিশ্র ও তাঁর দুই অনুগামীর বিরুদ্ধে এক ছাত্রীকে গণধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী ব্যানার্জিকেও গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, খড়দার বাসিন্দা পিনাকী ব্যানার্জি কর্মসূত্রে কসবায় থাকেন। কলেজে তাঁর ঘরেই তরুণী ছাত্রীকে ধর্ষণ করেন মনোজিৎ ও তাঁর সঙ্গীরা। সরকারি শিক্ষায়তনের ভিতর এই ঘটনায় রাজ্য ব্যাপী তোলপাড় ওঠে। নিন্দায় মুখর হয় সব মহল। পুলিশ নিরাপত্তা রক্ষীসহ চার অভিযুক্তকে গ্রেফতার করে।আজ প্রথম তাঁদের মধ্যে নিরাপত্তারক্ষীকে শর্তসাপেক্ষে জামিন দিলো আদালত। তাঁকে এই ঘটনার তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ছাড়া কোন সাক্ষীর সঙ্গেও তিনি যোগাযোগ করতে পারবেন না।
এই জামিন নিয়ে আইনজীবীদের একাংশ ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, নির্যাতিতা নিরাপত্তা রক্ষীর সহায়তা চেয়েও পাননি। ঘটনার পরেও তিনি কাউকে কিছু জানাননি। তাঁর ভূমিকা ও সন্দেহের উর্ধ্বে নয়। অন্য তিনজন কারাবন্দি থাকলেও পিনাকী ব্যানার্জির জামিন নিয়েও অসন্তুষ্ট তাঁরা।

Be the first to comment