রোজদিন ডেস্ক : জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে আইএএস-এর চাকরি ছেড়েছিলেন তিনি।
ন্যায় ও ঐক্যের জন্য সদা লড়াকু কান্নান গোপীনাথন আজ কংগ্রেসে যোগ দিলেন।
কেরলের ভূমিপুত্র কান্নান তাঁদের দলে যোগ দেওয়ায় রীতিমত উচ্ছ্বসিত কংগ্রেস। দলের সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল তাঁকে স্বাগত জানিয়ে বলেন, অন্যতম সাহসী এই আমলা , যিনি দেশের প্রান্তিক, দরিদ্র মানুষের কথা ভাবেন, সবসময় ন্যায় ও ঐক্যের জন্য লড়াই করেন, তিনি আজ জাতীয় কংগ্রেসে যোগ দিলেন।
প্রসঙ্গত, ২০১২ সালের আইএএস গোপীনাথন উত্তর পূর্বাঞ্চলে বহু উন্নয়ন মুলক কাজ করেছিলেন। বিশেষত আইজলে তাঁর অবদান বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।
শতাব্দী প্রাচীন কংগ্রেসে যোগ দিয়ে দৃশ্যত খুশি গোপীনাথন দৃপ্ত কণ্ঠে বলেন, যাঁরা জানেন, দেশ সঠিক দিকে এগোচ্ছে না, কিন্তু নিজেদের স্বার্থ, লোভ, সুবিধার জন্য চুপ করে থাকেন, তিনি তাঁদের বিশ্বাসঘাতক মনে করেন। নাম না করে কেন্দ্রের শাসককে বিঁধে বলেন, তিনি এই ধরনের বিশ্বাসঘাতক নন। ( জম্মু কাশ্মীরে) ৩৭০ ধারা বাতিল সরকারের সিদ্ধান্ত হতেই পারে, কিন্ত পুরো একটি রাজ্যকে বন্ধ করে, সাংবাদিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদদের জেলে পাঠিয়ে, সবরকম পরিবহন, যোগাযোগ যখন বন্ধ রাখা হয়, তা কি ঠিক??
এটি শুধু তাঁর নয়, তাঁদের সবারই কথা বলে জানান। এই কি গণতন্ত্র বলে প্রশ্ন তোলেন। বলেন, এর বিরুদ্ধে কি বলা উচিত না? তিনি তাই বলেছেন, এবং এখন অবধি নিজের অবস্থান থেকে সরেননি।
কংগ্রেস সাংসদ বেণুগোপাল সহ উপস্থিত নেতা, সমর্থকেরা তাঁর এই দৃপ্ত বক্তব্য শোনেন।
২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে আইএএসের চাকরি ছাড়লেও এখন ও তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানা গেছে।
কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ার আগে কান্নান গোপীনাথন দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী, সভাপতি মল্লিকারজুন খাড়গের সঙ্গেও কথা বলেছেন বলে প্রকাশ।
আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচনের আগে তাঁর মত একজন উচ্চশিক্ষিত, সৎ, লড়াকু ব্যক্তি দলে আসায় খুশি কংগ্রেস।
প্রসঙ্গত, গত মাসে প্রাক্তন সিপিএম নেতা প্রসেনজিৎ বসুও এই দলে যোগ দিয়েছেন।

Be the first to comment