রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গের প্লাবিত এলাকার জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ভাংগড়ে আক্রান্ত হলেন সিপিএমের কর্মী সমর্থকেরা। গুরুতর আহত পলাশ মুখার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজন চক্রবর্তী সহ নেতা, কর্মীরা সেখানে যান।
এই ঘটনায় সিপিএম তীব্র ক্ষোভ জানান। টিএমসি দুষ্কৃতি রা এই আক্রমণ করে বলে তাঁদের অভিযোগ।
টিএমসি তা অস্বীকার করেছে।
উত্তরবঙ্গর জন্য আজ পথে নেমেছেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় তিনি ত্রাণ সংগ্রহ করেন।
বিজেপির সুকান্ত মজুমদার সহ নেতারাও আজ বন্যার্ত উত্তরবঙ্গর জন্য ত্রাণ সংগ্রহ করতে পথে নামেন।

Be the first to comment