দশে দশ

Spread the love
  1. টোকিওতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের প্রধানমন্ত্রী ইসিবা ও অন্যান্য উচ্চ প্রশাসকদের সঙ্গে মিটিং হবে প্রধানমন্ত্রী মোদির। ইন্দো-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত মজবুত করার পাশাপাশি উন্নয়নমুখী কাজে সহযোগিতার মধ্য দিয়ে এক নতুন দিগন্ত খুলবে বলে সমাজমাধ্যমে লেখেন প্রধানমন্ত্রী।
  2. টোকিওতে ভারতীয়দের উষ্ণতা ও অভ্যর্থনায় মুগ্ধ মোদি। ভারতীয় সংস্কৃতির শিকড়ের প্রতি আনুগত্য থেকেও তার সঙ্গে জাপানি সংস্কৃতির মেলবন্ধন ও উভয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এঁরা, বলেন মোদি। কিছুক্ষণ পরেই এখানকার শিল্পপতিদের সঙ্গে বাণিজ্য বৈঠক প্রধানমন্ত্রী মোদির।
  3. ভোটার অধিকার যাত্রায় বিহারে আছেন রাহুল গান্ধী। তার মধ্যেই পাঞ্জাব, জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশ-সহ দেশের বেশ কিছু জায়গায় প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের জন্য বহু মানুষের মৃত্যুর খবরে গভীর শোক ও সমবেদনা ব্যক্ত করেন। সরকারকে উদ্ধার কাজে দ্রুতগতি আনার অনুরোধ করে তিনি বলেন কংগ্রেসের নেতা ও কার্যকর্তাদের অনুরোধ যে তাঁরা যেন দল মত নির্বিশেষে প্রশাসনের পাশে থাকেন।
  4. হকির যাদুকর ধ্যানচাঁদের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  5. হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিয়াসের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কুলু, মানালি, চাম্বায় মাটিতে ধস। বিদ্যুৎ-জলসরবরাহ বিঘ্নিত।
  6. পাঞ্জাবেও জলযন্ত্রণা। সেনাবাহিনী তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে। জম্মু-কাশ্মীরের অবস্থাও তথৈবচ।
  7. কাটোয়া মহকুমা হাসপাতালে স্টোর রুম থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার।
  8. চাকরি হারা মামলায় তিরস্কারের সম্মুখীন এসএসসি। এসএসসি কেন দাগিদের নাম গোপন করছে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। ৭ দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, বলল উচ্চ আদালত।
  9. গতকাল রাতে মালদায় টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে বিক্ষোভ দেখান শামসির টোটো চালকরা।
  10. আমেরিকার অসহযোগিতার বিরুদ্ধে ঘরে বাইরে জোট বাঁধছে ভারত। ভারত, রাশিয়া, চীন সম্পর্ক মজবুত হচ্ছে। ভারত জাপান সম্পর্ক আরো শক্তিশালী হলো প্রধানমন্ত্রী জাপান যাওয়ার ফলে। ট্রাম্পের এখন শিয়রে সংক্রান্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*