অসুস্থ বিমল গুরুং, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিকিমে

Spread the love

অসুস্থ বিমল গুরুং। চিকিৎসার জন্য গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিমে। রবিবার, আমরণ অনশনের পাঁচ দিনের মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিমল। ১০৩ ঘণ্টা অনশনের পর রবিবার বিকেলে তাঁকে নিয়ে যাওয়া হয় দার্জিলিং জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। অনশনরত বিমল গুরুংয়ের শারীরিক অবস্থা গত দু’দিন থেকেই খারাপ হতে শুরু করে।

দার্জিলিং জেলাশাসক-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনশন তুলতে বললেও গুরুং অনড় ছিলেন। শনিবার বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক। তিনিও অনশন তুলতে বলেন। এরপর রবিবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, কার্শিয়াংয়ের বিধায়ক-সহ একাধিক বিজেপি নেতৃত্ব বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেন। এর পরই বিমল গুরুং অনশন ভঙ্গ করেন।

গত ২৫ মে থেকে জিটিএ নির্বাচনের প্রতিবাদে এবং তরাই ও ডুয়ার্সের ৩৯৬টি মৌজার অন্তর্ভুক্তর দাবিতে অনশন শুরু করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। দার্জিলিং সিংমারি গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় কার্যালয়ের সামনে অনশন শুরু করেন তিনি। ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*