ফের এয়ার ইন্ডিয়া লন্ডনগামী বিমান তিন ঘণ্টা আকাশে চক্কর কেটে ফিরল মুম্বই বিমানবন্দরেই

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– আবারো মাঝপথে ৩ ঘণ্টা ক্রমাগত চক্কর খেয়ে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করলো এয়ার ইন্ডিয়ার বিমান। জানা যাচ্ছে , আজ ১৩ জুন শুক্রবার ভোর ৫টা ৩৯ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিমান মুম্বই বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য বিশ্লেষণ করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিমানটি মাঝ-আকাশে প্রায় ৩ ঘণ্টা ধরে চক্কর কাটে। তার পর ফের ফিরে আসে মুম্বইয়ে।

এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতির জন্য সে দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে সেই আকাশসীমা অতিক্রম করে ইউরোপের দেশগুলিতে পৌঁছোতে পারছে না বিমানগুলি। এই পরিস্থিতিতে বহু বিমানের যাত্রাপথ বদলানো হচ্ছে। অনেক বিমানকে মাঝপথ থেকেই ফিরিয়ে আনা হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১৬ বিমানের যাত্রাপথ বদলানো হয়েছে কিংবা বিমানগুলিকে ফের ফিরিয়ে আনা হয়েছে। এই অবস্থায় কেউ এয়ার ইন্ডিয়া বিমানের টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত পাবেন বলে জানিয়েছে সংস্থা। এয়ার ইন্ডিয়া তরফ থেকে যাত্রীদের এই দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*