মার্কিন মুলুকের নর্থ ক্যারোলিনায় ফের বন্দুকবাজের হামলা, নিহত অন্তত তিন, পলাতক আততায়ী

Spread the love

রোজদিন ডেস্ক : কোনও কিছুতেই রোখা যাচ্ছে না মার্কিন মুলুকে যত্রতত্র বন্দুকবাজের হামলা। এভাবে প্রাণহানির ঘটনা ঘটছে নিয়মিত। ফের বন্দুকবাজের হামলায় রক্ত ঝরল আমেরিকায়। প্রাণ গেল তিনজনের। এবারের ঘটনাস্থল আমেরিকার নর্থ ক্যারোলিনা। জানা গিয়েছে, শনিবার রাতে একটি বোট থেকে পাশের একটি রেস্তরাঁ লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন আততায়ী। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত তিনজন। জখম একাধিক। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ বলছে, ‘আমেরিকান ফিশ কোম্পানি’ নামের ওই রেঁস্তরায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা গুলিবর্ষণ শুরু হয়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে সকলকে উপদ্রুত এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। গুলি চালানোর পর আততায়ীরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*