রোজদিন ডেস্ক : আজ রবিবার মহাষষ্ঠী। সাত সকালেই সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়ে নিজের কথায় ও সুরে প্রকাশিত পুজোর অ্যালবাম থেকে বাবুল সুপ্রিয়র গাওয়া একটি গান তিনি শেয়ার করেন। যা ইতিমধ্যে বিপুল সংখ্যায় শেয়ার হয়েছে ফেসবুকে। সেখানে মুখ্যমন্ত্রী লেখেন—
“শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে,
কাশফুলে ভরে গেছে
বাংলা নতুন করে।”
সকলকে জানাই মহাষষ্ঠী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং বাবুল সুপ্রিয়-র গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।
একই সঙ্গে এদিন লোকমাতা রানি রাসমণি ও কিংবদন্তি সংগীতশিল্পী ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের জন্মদিন। শ্রদ্ধার সঙ্গে তাঁদেরও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। রানি রাসমণির দক্ষিণেশ্বর মন্দিরের পরিকাঠামো উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কথা মনে করিয়ে দেন তিনি। লেখেন—
লোকমাতা রানী রাসমণির জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলার নবজাগরণের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। আপন সময়ে বাংলার জনজীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আমার গর্ব, তাঁর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দির-সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নে আমরা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মতো খরচ করেছি। পুরো এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। স্কাইওয়াক করা হয়েছে। আমি তার নাম রেখেছি ‘রানী রাসমণি স্কাইওয়াক’। শুধু স্কাইওয়াকই নয়, এখানে যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোও আমার শুরু করা। দক্ষিণেশ্বর রেল স্টেশনকে মন্দিরের আদলেও আমিই করেছি।
কিংবদন্তী শিল্পী, ভারতরত্ন লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে পোস্টে তিনি লেখেন—
লতা মঙ্গেশকরের জন্মদিবসে, এই কিংবদন্তি শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁর গানগুলো আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে আমাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন। লোকমাতা রানি রাসমণিকেও তাঁর জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম জানান তিনি।

Be the first to comment