রোজদিন ডেস্ক : প্রতিবেশী নেপালে (Nepal) পর্যটন শিল্প তলানিতে ঠেকায় চিন্তিত ওখানকার সরকার, আমজনতাও। গত বছর ১০ লাখ পর্যটক নেপালে এসেছিলেন, এই বছর তা বেড়ে ১৫ লক্ষ হবে বলে আশা ছিল। চলতি মাসে গণবিক্ষোভ এই আশায় জল ঢেলে দিয়েছে। নেপাল পর্যটন দফতরের দাবি, এখন পরিস্থিতি স্বাভাবিক। পর্যটকরা আসতেই পারেন। যদিও এখন অবধি এতে তেমন সাড়া মেলেনি।
পাহাড়ের এই সুন্দর ছবির মত দেশে পর্যটন শিল্প অন্যতম আয়ের উৎস। এর থেকে বছরে ৩০০ বিলিয়ন রুপি আয় হয়। দেশের ১০% চাকরিও হয় এর মাধ্যমে। সারা বছরই দেশ-বিদেশের পর্যটকের ভিড়ে সরগরম থাকে নেপাল।
সুত্রের খবর, আগে দিনে ৩২০০ পর্যটক আসতেন, এখন তা ১৩০০-য় নেমে এসেছে। চলতি মাসে বিক্ষোভ আন্দোলনের জেরে ৫০% বুকিং বাতিল হওয়ায় উদবিগ্ন সংশ্লিষ্ট মহল। আগামী মাসেও ২৫% বুকিং বাতিল হয়েছে। নেপালের জিডিপি-র ৮% ই পর্যটন নির্ভর। ফলত অর্থনৈতিক ক্ষেত্রও চাপের মুখে।
সরকারের আশা, এই পরিস্থিতি উন্নত হয়ে ফের পর্যটকদের আগমনে সরগরম হবে দেশ। বিক্ষোভ এর জেরে প্রচুর হোটেল, বিমানবন্দর ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মেরামত, সংস্কারে গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

Be the first to comment