- আজ মহা ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে মার পিতৃ গৃহে আগমন। ঘট স্নান করিয়ে বেলুড় মঠে শারদ উৎসবের সূচনা। শিমলা ব্যায়াম সমিতির পুজো এবার ১০০ বছরে।।
- সকলকে মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আজ লতা মঙ্গেশকরের জন্মদিন। তাকে কিংবদন্তি শিল্পী বলে সমাজমাধ্যমে শিল্পীকে বিনম্র শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আজকে রানী রাসমণিরে জন্মদিন তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- পুজোয় রাতভর মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।
- পুজোয় সম্প্রীতির ছবি বীরভূমের কির্ণাহারে। বেতের কুলো চালুনীর উপর তুলি দিয়ে নিখুঁতভাবে দুর্গার ত্রিনয়ন আঁকছে একাদশ শ্রেণির ছাত্রী তনুজা খাতুন।
- আবহাওয়ার পূর্বাভাস হল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। হালকা বৃষ্টি বা একপশলা বৃষ্টি হতে পারে। নবমীতে ভারী বৃষ্টি ও দশমীতে দুর্যোগের সম্ভাবনা।
- সরশুনার ক্ষুদিরাম পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১। এই নিয়ে জল বিভীষিকায় মৃত্যু ১৩ জনের।
- জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হুগলির গোঘাট। কুমারগঞ্জে তৃণমূলের দুই পক্ষের মধ্যে বাঁশ লাঠি ধারালো অস্ত্র নিয়ে ব্যাপক মারামারি। হাসপাতালে ভর্তি দু-পক্ষের ৯ জন।
- বাংলাদেশে সোনালী বিবির মামলা আজ।
- নেতা অভিনেতা বিজয়ের সভায় মৃত বেড়ে ৩৬, বেসরকারি মতে মৃত ৩৮। তামিলনাড়ুর কারুর-এ থালাপতি বিজয়ের জনসভায় শনিবার পদপিস্ট হয়ে মৃত্যু হয় ৮ শিশু ১৬ মহিলা।
- এশিয়া কাপ হাতে তুলে নেওয়ার জন্য আজ রবিবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

Be the first to comment