রোজদিন ডেস্ক : নির্ধারিত সূচি মেনে শেষ হয়েছে এসএসসি পরীক্ষা। আপলোড করা হয়েছে উত্তরপত্রও। এরমধ্যেই পরীক্ষার্থীদের জাতিগত শংসাপত্র আপলোড করার কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। এই তথ্য আপলোড করার সময়সীমা ছিল ২৬ সেপ্টেম্বর। শুক্রবার মধ্যরাতে সময় পার হয়ে গেলেও দেখা গিয়েছে অনেকেই সেই তথ্য আপলোড করেননি। এরপরেই স্কুল সার্ভিস কমিশন সাফ জানিয়ে দিয়েছে, যারা জাতিগত শংসাপত্র জমা করেননি তাদেরকে সাধারণ পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। প্রসঙ্গত, এর আগেও বহুবার এসএসসি সংরক্ষিত প্রার্থীদের তাদের জাতিগত শংসাপত্র জমা দেওয়ার জন্য সুযোগ দিয়েছে। এবারের সুযোগটি শেষ সুযোগ ছিল। তাই যারা এবারে জাতিগত শংসাপত্র জমা করেননি তাঁকে জেনারেল বা সাধারণ পরীক্ষার্থী হিসাবে গণ্য করা হবে।

Be the first to comment