বিজয় থালাপতি ও তাঁর বডিগার্ডদের বিরুদ্ধে FIR, ভক্তকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ

Spread the love

ভোটের আগে কোমর বেঁধে প্রচারে নামতে না নামতেই বিতর্কে নাম জড়াল সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতির। জনসভায় তাঁর এবং তাঁর দেহরক্ষীদের বিরুদ্ধে উঠল দুর্ব্যবহারের অভিযোগ। সুপারস্টার তথা তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-র প্রতিষ্ঠাতা বিজয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের FIR। তাতে তাঁর দেহরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
জানা গিয়েছে, আসন্ন বিধানসভা ভোটের আগে গত ২১ অগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-র জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। অভিযোগ, উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। তাঁদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে।
২১ অগস্টের সমাবেশের একটি ভিডিয়ো সংবাদসংস্থা ANI শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে TVK প্রধান বিজয় র‍্যাম্পে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তিকে র‍্যাম্প থেকে ছিটকে পড়তে। অভিযোগ, বাউন্সাররা তাঁদের ঠেলে ফেলে দেন। র‍্যাম্প অন্তত সাত ফুট উঁচু ছিল। সেখান থেকে পড়ে গিয়ে জখম হন ওই ব্যক্তি।
এর পরেই শরৎ কুমার নামের এক ব্যক্তি পেরাম্বালুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, অভিনেতাকে ঘিরে থাকা বাউন্সাররা তাঁকে মারধর করে এবং ছুড়ে ফেলে দেয়। মঙ্গলবার তিনি TVK প্রধান এবং তাঁর বাউন্সারদের বিরুদ্ধে অভিযোগ জানালে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*