রোজদিন ডেস্ক, কলকাতা:– বিধানচন্দ্র রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তৈরি হচ্ছে বই! খসড়া তৈরি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন মিললেই প্রকাশ করা হবে বইটা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই ইতিমধ্যেই জনপ্রিয়। এবার তাঁর বক্তব্য নিয়ে বই লেখার তোড়জোড় শুরু হল। বিগত দেড় দশক ধরে বিধানসভার অন্দরে তিনি যে যে বক্তব্য রেখেছেন তা বই আকারে প্রকাশ করতে চলছে বিধানসভার লাইব্রেরি কমিটি। বিধানসভা সূত্রে খবর, মূলত ভবিষ্যত প্রজন্মের রিসার্চের কাজে লাগবে এই সংকলন।
এ প্রসঙ্গে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তৃতা শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও উত্সাহিত করবে। গবেষণার ক্ষেত্রে কাজ লাগবে। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, জীবনমান, রাজনৈতিক ধ্যান ধারনা সম্পর্কে মানুষ গভীর ধারনা পাওয়া যাবে।”
প্রসঙ্গত, এর আগে একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায়ের বিধানসভা বক্তব্যের সংকলন রয়েছে। এবার সেই জুতোয় পা গলাতে চলেছেন মমতাও। ডেপুটি স্পিকার আরও জানান, বিধানসভার গ্রন্থাগার কমিটির উদ্যোগে সংকলন তৈরি করা হচ্ছে। বইয়ের খসড়া তৈরি। মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে। তিনি অনুমোদন দিলেই বই ছাপতে পাঠানো হবে।
দীর্ঘ ১৫ বছর পর কেন প্রয়োজন হল মুখ্যমন্ত্রীর বক্তব্য বই আকারে প্রকাশ করার? ওয়াকিবহালমহলের মতে, গত ১৫ বছরে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। যা বিভিন্ন স্তরে স্বীকৃতিও পেয়েছে। বিভিন্ন সময় বিধানসভায় ভাষণে এই সব কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেসবই এবার লিপিবদ্ধ হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে যা তৃণমূলকে রাজনৈতিক ডিভিডেন্ড দেবে বলেই মনে করছে অনেকে।

Be the first to comment