বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু তারিখ জানাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- উচ্চমাধ্যমিকে পাশ করা ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে? মঙ্গলবার এনিয়ে বিধানসভা অধিবেশনে প্রশ্নের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে এই প্রশ্ন করেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। এই কাজে দেরি হচ্ছে, এই অভিযোগও তোলা হয়। জবাবে শিক্ষামন্ত্রী পালটা বলেন, “আমাদের মোটেই বিলম্ব হয়নি। গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। এবছর এখন ১০ তারিখ। ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি চালু হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। আশা করছি, ১৯ তারিখের মধ্যে অনলাইন পোর্টাল চালু করা যাবে।”
গত ৭ মে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ একমাস। কিন্তু অন্যান্য অনগ্রসর শ্রেণির সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি। কলেজগুলিতে স্নাতকে ভর্তি শুরু না হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। তবে চলতি মাসের প্রথমদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাশ হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে জানা যাচ্ছে। ২০২৪ সালে ১৯ জুন থেকে কলেজগুলিতে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। চালু হয়েছিল অনলাইন পোর্টাল। এবছর তা কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল।
তবে মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই প্রসঙ্গটি উত্থাপিত হয়। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, গত বছর যে সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, এবছরও ইউজিসি-র নিয়ম মেনেই তা হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। শিক্ষামন্ত্রীর আশা, এবছরও ১৯ জুনের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাঁর এই বক্তব্যে ছাত্রছাত্রীদেরও চিন্তা খানিকটা ঘুচবে, তা বলাই বাহুল্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*