তৃণমূল বিধায়কদের পাকিস্তানে গিয়ে থাকার পরামর্শ শুভেন্দুর; অভিযোগ অপারেশন সিঁদুর’ নিয়ে বিরূপ মন্তব্য করেছে তৃণমূল বিধায়করা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আজ অধিবেশন রাজ্য বিধানসভায়। অধিবেশন শুরু থেকে বাগবিতণ্ডা শুরু হয়েছে এদিন। এদিন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্যে বলেন, সেনাবাহিনীর কৃতিত্বকে সম্মান জানিয়ে বিধানসভায় আলোচনা। কিন্তু প্রস্তাবে ‘সিঁদুর’ নাম কেন নেই, সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়কেরা। শুভেন্দুর দাবি, ‘‘এই অধিবেশনে চার জন সদস্য ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।’’ এর পর শুভেন্দু নাম নেন ফিরহাদ হাকিম, উদয়ন গুহ, নরেন চক্রবর্তীর। বলেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যা বলেছেন তা উল্লেখ করছি না।’’ সঙ্গে সঙ্গে স্পিকার জানান, এই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ যাবে। তৎক্ষণাৎ আপত্তি জানান বিজেপি বিধায়কেরা। তৃণমূল বিধায়কেরা প্রতিবাদ করায় পাকিস্তানে যাওয়ার পরামর্শ বিরোধী দলনেতার।

ফিরহাদ হাকিম এবং নরেন চক্রবর্তী কিছু বলেননি। কিন্তু উদয়ন বলছেন, ‘‘বেশ  করেছি, বলেছি। বার বার বলব।’’ অভিযোগ শুভেন্দুর। উদয়নকে চুপ করতে এবং তাঁকে সংযত হতে পরামর্শ দিলেন স্পিকার। অন্য দিকে, শুভেন্দু ‘টার্গেট কিলিং’ এবং ‘অপারেশন সিঁদুর’ শব্দ প্রস্তাবে যুক্ত করার দাবি জানান। তিনি বলেন, বাংলা ভাগ নিয়ে আমার প্রস্তাব গৃহীত হয়েছিল। তাই এ বারও প্রস্তাব গ্রহণ করা হোক। পাল্টা তাঁকে স্পিকার বলেন, ‘‘আপনি সংশোধনী দিতে পারতেন।’’

শুভেন্দুর বক্তব্যের সময় ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর প্রশ্ন করেন, ‘‘ঝন্টু শেখের বাড়ি গিয়েছিলেন? জবাবে শুভেন্দু বলেন, “গিয়েছিলাম। ওঁর বাবার সঙ্গে দেখা করে এসেছি। স্থানীয় বিধায়ক মানিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করুন।” তৃণমূল পরিষদীয় দল থেকে হুমায়ুনকে চুপ করার নির্দেশ দেওয়া হয়। অন্য দিকে, শুভেন্দুর প্রশ্ন, প্রস্তাবে ‘অপারেশন সিঁদুর’ নাম নেই কেন? সেই নাম যুক্ত করার প্রস্তাব দেন বিরোধী দলনেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*