বৃষ্টির ভ্রকুটি উপেক্ষা করে জনজোয়ার কলকাতায়

Spread the love

রোজদিন ডেস্ক : আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজোয় বৃষ্টি জবে। তার আগেই রেকর্ড বৃষ্টিতে ভেসেছে কলকাতা। গতকাল ও আজ আকাশের মুখ কিছুটা হলেও প্রসন্ন থাকায় প্রতিমা দর্শনে পথে নামেন আমজনতা। বড় মন্ডপগুলিতে জনস্রোতের ঢল নামে। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলে ও আমজনতার উৎসাহে কোন ভাঁটা পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে  থাকে। অনেক জায়গায় ভিড় সামলাতে পুলিশকে হিমসিম খেতে দেখা যায়। কাল পরশু এই জনস্রোত আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আকাশের মুখ প্রসন্ন থাকায় খুশি ব্যবসায়ীরাও। সারা বছর এই দিনগুলির অপেক্ষায় থাকেন সব মহলই। কলকাতা সহ রাজ্যের পুজো শুধু তো ধর্মীয় অনুষ্ঠান নয়, অপরূপ শিল্প। যা দেখতে দেশ-বিদেশের বহু মানুষও আসেন। সর্বধর্মসমন্বয়ের এ এক মহা মিলনমেলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*