রোজদিন ডেস্ক : পঞ্চমীর রাতে আচমকাই দর্শনার্থীদের জন্য কলকাতার মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ বন্ধ করে দিলেন আয়োজকরা। তাঁদের অভিযোগের তির পুলিশের দিকে। অভিযোগ, পুলিশ নাকি ইচ্ছাকৃতভাবে ব্যারিকেড করে মণ্ডপে ঢোকার রাস্তা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। ফলে ওই পুজো মণ্ডপে দর্শনার্থীরা আসছে না। যদিও পুলিশ সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। পুলিশও অবশ্য আয়োজকদের অভিযোগের জবাব দিয়েছে। তাঁরা বলছে, কোনওভাবেই মণ্ডপে ঢোকার পথ আটকানো হয়নি। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যেটুকু দরকার সেটুকুই করা হয়েছে। উদ্যোক্তাদের অভিযোগ, অন্যবার দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক আসছে না। সেই কারণেই শনিবার রাতে মণ্ডপের আলো নিভিয়ে দেন উদ্যোক্তারা। দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় মণ্ডপ। এরপরই কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, দর্শনার্থীদের জন্য কোনও রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। কলেজ স্কোয়ার-এমজি রোড পর্যন্ত সমস্ত দর্শনার্থীরাই আসতে পারছেন। এরপরে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহম্মদ আলি পার্ক যেতেই পারেন দর্শনার্থীরা। পুলিশ জোর করে কাউকে কোথাও যেতে বলতে পারে না, বলছেও না। উদ্যোক্তারা জানিয়েছেন, দর্শনার্থীরাই যদি আসতে না পারেন কী হবে মণ্ডপ খোলা রেখে। তাই দেবীর বোধনের আগে বন্ধ করে দেওয়া হয় মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ।

Be the first to comment