তামিলনাড়ু, নিহত, আহতদের ক্ষতিপূরণ দেবেন বিজয়ও (Vijay)

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর প্রচার সভায় গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন নারী শিশু-সহ ৩৯ জন। হাসপাতালে আহতও বহু মানুষ। তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয় (Vijay) আজ নিহতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা ও আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে গভীর শোক ব্যক্ত করে তিনি  বলেন, এই  মর্মান্তিক ঘটনায় তাঁর হৃদয় যে যন্ত্রণা সহ্য করছে, তা প্রকাশ করার জন্য তাঁর ভাষা নেই। যাদের সঙ্গে তিনি দেখা করেছেন, তাঁদের সবার মুখ তাঁর মনে ভেসে উঠছে। যত সেই প্রিয়জনদের কথা ভাবছেন, ততই আরও কষ্ট হচ্ছে। তাঁর চোখ ও মন দুঃখে ছেয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

গতকাল তামিলনাড়ুর কারুরে দুপুর থেকে বিজয়ের জন্য অপেক্ষা করে অসুস্থ, ক্লান্ত হয়ে পড়েন বহু মানুষ।। লাগামহীন ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান নারী শিশু-সহ ৩৯জন। এই ঘটনায় সর্বত্র গভীর শোকের ছায়া নেমেছে।  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিহত দের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। যাঁর প্রচার সভা ঘিরে এই মর্মান্তিক পরিস্থিতি, সেই অভিনেতা তথা রাজনীতির বিজয় আজ এই ক্ষতিপূরণ ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*