মোবাইল ছুড়ে ফেলিনি, দশ বছর ব্যবসা করেই এই সম্পত্তি, আদালতে তোলার সময় বললেন জীবনকৃষ্ণ

Spread the love

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের কান্দির আন্দি গ্রামে তাঁর বাড়ি ঘিরে গত সোমবার সকালে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারীদের দেখেই পিছনের দরজা দিয়ে পালাতে যান তিনি। এমনকি ধরা পড়ার আগে নিজের মোবাইল ফোনও ঝোপে ফেলে দেন বলে দাবি ইডির।
জীবনকৃষ্ণ সাহার আজ ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ফের নিজেদের হেফাজতে চেয়ে যখন তাঁকে শনিবার আদালতে তোলা হচ্ছিল, তার আগে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জানান, তিনি মোবাইল ফোন ছুড়ে ফেলেননি। যে সম্পত্তি নিয়ে এত হইচই, সেটা তিনি দশ বছর ধরে ব্যবসা করে তিলে তিলে তৈরি করেছেন।
এটাই প্রথম নয়। ২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআই যখন তাঁর বাড়িতে হানা দিয়েছিল, তখনও দু’টি মোবাইল ফোন পাশের পুকুরে ছুড়ে ফেলেছিলেন তিনি। সেবার ডুবুরি নামিয়ে উদ্ধার হলেও বিশেষ তথ্য মেলেনি। দীর্ঘ ১৩ মাস জেলে থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি। আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল। কিন্তু ফের অসহযোগিতার অভিযোগ ওঠে সোমবারও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*