১০টা

Spread the love
  1. ন্যাশনাল হেরাল্ড মামলায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সামনে আসছে। কংগ্রেসের মতে কর্পোরেট লেনদেনকে ফৌজদারি মামলায় পর্যবিসিত করা হচ্ছে। সোনিয়া গান্ধীর রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন্দ্র ইডির মতো এজেন্সিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করেছে। কংগ্রেস নেতা রোহন মিত্র সমাজ মাধ্যমে বিষয়টি সামনে আনেন।
  2. আজ থেকে রাজ্য সরকারি অফিসগুলোতে পুজোর ছুটি পড়ে গেল। ছুটি চলবে, ৭ অক্টোবর পর্যন্ত। কিন্তু সরকারি অফিসগুলোতে শনি রবি এবং কয়েকটি ছুটির দিন বাদে আধিকারিকরা পালা করে আসবেন। সেই ব্যাপারে রোস্টার তৈরি হয়েছে।
  3. পুজোর মুখে স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের পর হাইকোর্টে ও জামিন মিলল তার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ।তিন বছর ধরে জেলে আছেন, যে কোন সময় ঘটতে পারে তার জেল মুক্তি।
  4. পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে অখুশি চাকরিপ্রার্থীরা । তাদের মতে বিচার প্রক্রিয়া যদি শক্ত হাতে না নিয়ন্ত্রিত হয় দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে। অশুভশক্তির বিনাশ শুভ শক্তির প্রকাশ হওয়া উচিত ছিল। কিন্তু উল্টোটাই হচ্ছে। তদন্ত প্রক্রিয়া আমাদের হতাশ করছে বলেন চাকরীপ্রার্থীরা।
  5. মামলা চলাকালীন কান্নায় ভেঙে পড়লেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা। তার স্ত্রীও আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন। পুজোর সময় জীবনকে জেলে কাটাতে হবে। তাই এতটা আবেগপ্রবণ হয়ে পড়েন তারা।
  6. আজ বৃষ্টি হয়নি তাই মহানগর মেতেছে পুজোর আনন্দে। শহর থেকে শহরতলী ভিড় জমিয়েছে কলকাতায়। উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম শুধুই কালো মাথার ঢল। টেক্কা দিচ্ছে জেলাও।
  7. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হোস্টেল চতুর্থী থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ  যাদবপুর বিশ্ববিদ্যালয় কে।
  8. গতকালের পর আজ প্রায় আট ঘন্টার ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
  9. আজ বিদ্যাসাগরের জন্মদিনে শহরের ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এসেছিলেন পূজো উদ্বোধনে, বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধা ব্যক্ত করেন।
  10. বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন যারা তাদের ঠাঁই নেই বাংলায়, বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ৬ বছর পর বঙ্গ রাজনীতি ঈশ্বরচন্দ্রকে কেন্দ্র করে যুযুধান। অমিত শাহ কে কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিদ্যাসাগরের মূর্তিতে ক্ষমা চান অমিত শাহ বলে তাঁর বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক। বিদ্যাসাগর কলেজে আজ  অভিষেক শ্রদ্ধা জানাতে যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*