রোজদিন ডেস্ক : দাতা হিন্দু। গ্রহীতা মুসলিম। নিজের একটি কিডনি বর্ধমানের শেখ হাবিবুর রহমানকে স্বেচ্ছায় দান করতে চান বলে আদালতে হলফনামা দিয়েছেন মধ্যমগ্রামের এক বাসিন্দা। কিন্তু বাদ সেধেছে স্বাস্থ্য দফতর। তাদের সন্দেহ উভয়ের মধ্যে আর্থিক লেনদেন থাকতে পারে। এই যুক্তিতে হাবিবুর এর কিডনি প্রতিস্থাপন এর আর্জি খারিজ হয়ে যায়। উপায়ান্তর না দেখে আদালতের দ্বারস্থ হয় রোগীর পরিবার। আদালত সুত্রে প্রকাশ, বিচারপতি অমৃতা সিংহ এই মামলা গ্রহণ নিয়ে দ্বিধায় ছিলেন। তাঁর বক্তব্য ছিল, এই ধরনের মামলায় আদালতের হস্তক্ষেপ ভবিষ্যতে জটিলতা ও সমস্যা সৃষ্টি করতে পারে। অসুস্থ হাবিবুরের স্ত্রী-র কাতর আবেদন, তাঁর আইনজীবী ফিরদৌস শামিম এর সওয়ালে শেষ অবধি সাড়া দেন বিচারপতি। দেখা যায়, অঙ্গ প্রতিস্থাপনে অনুমতি দানের জন্য সব কিছু খতিয়ে দেখার ক্ষমতা সম্পন্ন কমিটি কর্তৃপক্ষই স্বাস্থ্য দফতরে এখন নেই। দীর্ঘ চার বছর তা ফাঁকা পড়ে আছে। গ্রহীতার আইনজীবী এই সব নিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলে বিচারপতি অমৃতা সিংহ এক বেসরকারি হাসপাতালকে সরাসরি হাবিবুর এর কিডনি প্রতিস্থাপন এর অনুমতি দেন। তাঁর পর্যবেক্ষণ, আইনি পথে যাবেন বলে ওঁরা আদালতে এসেছেন। তাঁর আশা, শারদোৎসব এর আগে বা পরে এই প্রতিস্থাপন সম্পন্ন হবে। দাতা ও গ্রহীতা উভয়েই সুস্থ হয়ে যাবেন বলে তাঁর আশা।

Be the first to comment