রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের দুর্গা পুজোয় হিংসা এড়াতে উদ্যোগ নিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ওই দেশে সংখ্যালঘু হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ প্রশাসন Rapid Action Battalion ( র্যাব), নামাচ্ছে। এর জন্য র্যাবের ২৮১ টি দল মোতায়েন করা হয়েছে।
আজ থেকেই তাঁরা নজরদারি ও টহলদারির কাজ শুরু করছেন বলে র্যাব সুত্রে জানা যায়। খোলা হচ্ছে কন্ট্রোল রুমও। এর মাধ্যমে তাঁরা স্থানীয় পুজো কমিটি, জন প্রতিনিধি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবেন।
গত বছর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নেমে আসে। এই বছরও বিক্ষিপ্ত ভাবে দুর্গাপুজোয় বাধা সৃষ্টির অভিযোগ আসে। সম্প্রতি মহম্মদ ইউনুস ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পুজো যাতে নির্বিঘ্নে হয় তার ওপর গুরুত্ব দেন। যদিও তার পর বেশ কিছু হামলার খবর আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইউনুস সরকার পুজোয় শান্তি শৃঙ্খলা রক্ষায় র্যাব নামানোর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে এবার প্রায় ৩৪ হাজার দুর্গা পুজো হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment