রোজদিন ডেস্ক : আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে এনডিএ। এনডিএ-র তরফে উপরাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অপরদিকে উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি। আজ মনোনয়ন পেশ রয়েছে তাঁর।
আজ মনোনয়নপত্র জমা দেবেন বি সুদর্শন রেড্ডি। থাকবেন রাহুল, প্রিয়ঙ্কা, অখিলেশ, প্রস্তাবক সনিয়া-সমেত ৮০ জন সাংসদ। মনোনয়নের আগে নয়াদিল্লির প্রেরণা স্থলে গেলেন বি সুদর্শন রেড্ডি। বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করলেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী।
উল্লেখ্য, গতকাল বুধবার মনোনয়ন জমা দিয়েছেন NDA প্রার্থী রাধাকৃষ্ণন। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন রাজনাথ সিং, অমিত শাহ। মনোনয়নে প্রথম প্রস্তাবক হিসেবে সই করেন প্রধানমন্ত্রী।

Be the first to comment