ফের প্রধানমন্ত্রীর RSS বন্দনা!!

Spread the love

রোজদিন ডেস্ক : যতদিন যাচ্ছে,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির RSS বন্দনা ও বাড়ছে। একদা আর RSS-এর প্রচারক ছিলেন তিনি। তবে দেশের কর্ণধার হিসাবে খুব একটা এর স্তুতি করতে শোনা যেত না তাঁকে। ইদানীং আরএসএসের দেশভক্তি-সহ নানা বিষয়ে তিনি প্রশংসা করেন। আজ মন কি বাতে প্রকাশ্যেই আরএসএসের ঢালাও প্রশংসা করে মোদি বলেন, আর কয়েকদিন পরেই তাঁরা বিজয়া দশমী উদযাপন করবেন। আরও একটি কারণে এবারে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ।  ওইদিন আরএসএসের ১০০ বছর পূর্ণ হবে।  একে তিনি আশ্চর্যজনক,  নজিরবিহীন ও অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন। বলেন, যখন কয়েক শতক ধরে পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ দেশ, তখন এই সংগঠনের জন্ম। প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ কয়েক শতক পরাধীন থাকায় দেশের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও আহত হয়েছিল, পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা পরিচয় সংকটে পড়েছিল।

দেশের মানুষ হীনমন্যতায় ভুগতেন। আরএসএসের প্রতিষ্ঠাতা হেডগেওয়ার-এর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ওই পরিস্থিতিতে ১৯২৫ সালের বিজয়া দশমীর দিন আরএসএসের জন্ম হয়।

মন কি বাতে প্রধানমন্ত্রী একের পর এক আরএসএস নেতার উচ্ছ্বসিত প্রশংসায় মুখর হন। বলেন, একশ বছর ধরে এই সংগঠন নিরলস ভাবে মানুষের সেবা করে যাচ্ছে। দেশের কোথাও প্রাকৃতিক দুর্যোগ হলে এর স্বেচ্ছাসেবকরাই প্রথম ঝাঁপিয়ে পড়েন।

প্রসঙ্গত, স্বাধীনতা আন্দোলনে আরএসএসের বিতর্কিত  ভূমিকা এখনও সন্দেহের উর্ধে নয়। মহাত্মা গান্ধীর হত্যাকারী এই সংগঠন এর সদস্য ছিলেন। প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল এই সংগঠনকে নিষিদ্ধ করেছিলেন।

বর্তমান প্রধানমন্ত্রী সরকারি মাধ্যমে এর ঢালাও প্রশংসা করায় বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

আজ দুর্গাপূজার মহাষষ্ঠী। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নারী শক্তির উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সাহসী অংশগ্রহণ এরও উচ্ছ্বসিত প্রশংসা করেন। ভারতীয় নৌসেনার দুই মহিলা আধিকারিক এর সঙ্গে কথা বলে অভিনন্দন জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*