পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. লাদাখের চমৎকার মানুষ তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য আজ বিজেপি ও আরএসএস-এর দ্বারা আক্রান্ত। সমাজ মাধ্যমে এই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আরো বলেন লাদাখের নিজস্ব বক্তব্য আছে। সে আওয়াজ তুলেছে। কিন্তু বিজেপি তার মুখ বন্ধ করার জন্য চার জনকে হত্যা করেছে। সোনাম ওয়াংচুককে জেলে ভরেছে। রাহুল আরো বলেন ১) হত্যা বন্ধ হোক ২) হিংসা বন্ধ হোক ৩) ভয় দেখানো বন্ধ হোক। লাদাখকে নিজের কথা বলতে দেওয়া হোক। তাদের ষষ্ঠ তপসীন (সিক্সথ সিডিউল) দেওয়া হোক, বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  2. প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আজ সবাইকে মহা ষষ্ঠীর শুভেচ্ছা জানান ।দেবীর আরাধনার পাশাপাশি তিনি বলেন বন্ধুরা কিছুদিন আগেই ভারত সরকারের প্রচেষ্টার ফলে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে। এইভাবে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে যদি সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে বিশ্বও এই উৎসব সম্বন্ধে জানতে পারবে, বুঝতে পারবে, এবং অংশগ্রহণের জন্য এগিয়ে আসবে।
  3. আজ মহা ষষ্ঠী ।দুর্গতিনাশিনীকে আবাহনে অধিবাসে আরাধনায় আবালবৃদ্ধবনিতা। বাংলা তথা সারা দেশ ও দেশের বাইরে শারদ উৎসবে মেতেছেন সবাই।
  4. আর এই ৮ থেকে ৮০ সকলের রাজ্য ছাড়িয়ে দেশ ও দেশের বাইরে পুজো উপলক্ষে মেতে ওঠাকেই থিম বানিয়েছে হলদিয়া দুর্গোৎসব কমিটি। সপ্তম বর্ষে তাদের থিম আবহমান।
  5. পূর্ব বর্ধমানের নাদন ঘাটে জ্যান্ত দুর্গা। প্রণাম করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন মন্ত্রী স্বপন দেবনাথ। বললেন তোরাই আমার জ্যান্ত দুর্গা, আসল দুর্গা।
  6. বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে প্রবাসে হচ্ছে মায়ের আরাধনা। দক্ষিণের হায়দ্রাবাদে এইরকমই আনন্দময়ীর আরাধনায় মেতে উঠেছেন সবাই।
  7. শনিবার থেকে বন্ধ উত্তর কলকাতার মোহাম্মদ আলী পার্কের পুজো। কালো কাপড়ে ঢাকা মন্ডপ ও মূর্তি। রাজ্যের শাসক দলের  বিরুদ্ধে অভিযোগ।
  8. আজ ষষ্ঠী। কালীঘাট চৌষট্টি পল্লী মহীশুরের চামুন্ডেশ্বরী মন্দিরের আদপে অসাধারন মণ্ডপ ও মাতৃমূর্তি বানিয়েছে। আবার গোলাঘাট সম্মেলনে ৪৭ তম বর্ষে থিম হল ব্রেকফেল ড্রাইভার্স।
  9. এই বাংলাতে দেখা মিলল এক টুকরো বেনারসের। না আপনাকে ট্রেনে করে বা প্লেনে করে কোথাও যেতে হবে না। তবে কলকাতাতে নয় এটি নদীয়ার তাহেরপুরে অগ্নিশিখা ক্লাবের অসাধারণ কল্পনা। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে গঙ্গা। তৈরি হয়েছে মন্দির। বেনারসের স্টাইলে পুরোহিতদের দিয়ে গঙ্গা রতি করা হচ্ছে।
  10. সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর আরেকটা পরিচয় তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ।ডাক্তার কাকলি দেবী প্রতিবছর বাড়িতে সোনার দুর্গা পূজো করেন। তবে দুর্গাপুজোর এই কয়েকটা দিন বাড়ির বাইরে যান না ।বারাসাতে নিজের বাড়িতে  কুমোরটুলি থেকে প্রতিমা এনে করেন দুর্গাপুজো।
  11. পুজোয় যাতে যাতায়াতের অসুবিধা না হয় তাই রেলের বিশেষ পরিষেবা। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ৩১ টি বিশেষ ট্রেন। চলবে, মধ্যরাত পর্যন্ত।
  12. বিলুপ্ত প্রায় ডোকরা শিল্প নিয়ে হলদিয়ার দুর্গাচক কর্মীবৃন্দের পুজো
  13. পানিহাটির নবোদয় সংঘ ৭৫ বছরে পা রাখল। তাদের এবারের থিম দর্পণে সমর্পণ। ভালো কাজের বার্তা দিলেন উদ্যোক্তারা। বললেন এর মাধ্যমে বলা হচ্ছে আয়না কখনো মিথ্যা বলে না, আয়নায় প্রত্যেকের আসল রূপ ধরা পড়ে। তাই সমাজকে এমন ভাবে তৈরি করো, যাতে দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রত্যেকে ঠিকভাবে দেখতে পারি।
  14. তামিলনাড়ুর নেতা অভিনেতা থালাপতি বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৪০। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
  15. আজ শহিদ ভগৎ সিংহের জন্মদিন। তাকে শ্রদ্ধা নিবেদন করেন ও স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  পাশাপাশি লতা মঙ্গেশকরের জন্মদিনেও প্রধানমন্ত্রী তাঁকে শ্রদ্ধা জানান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*