রোজদিন ডেস্ক : বাংলাদেশে জেলবন্দি সুন্দরবনের ৪৮ জন মৎস্যজীবী (fisherman)। তিনমাস কেটে গিয়েছে কোনও খবর নেই। ফলে পুজোর সময় কোনও আনন্দ নেই হতভাগ্য পরিবারগুলোর। বাবা আসার অপেক্ষায় এখনও পথ চেয়ে বসে রয়েছে কচিকাঁচারা। বারে বারে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত তারা মুক্তি দেয়নি সুন্দরবনের ওই মৎস্যজীবীদের। গত তিন মাস আগে ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিল তারা কিন্তু আন্তর্জাতিক জল সীমানা অতিক্রম করার অভিযোগে ঝড় ,মঙ্গলচন্ডী, ও পারমিতা এই তিনটি টলারে থাকা ৪৮ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশ সরকার। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বারে বারে সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত মুক্তি মেলেনি তাদের। পুজোর মুখে পরিজনের ফেরার আশায় পথ চেয়ে বসে রয়েছে পরিবারগুলো। অভাব এমন জায়গায় পৌঁছেছে যে দুবেলা ঠিকঠাক খাওয়া জুটছে না। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি আটকে পড়ায় অথৈ জলে তাঁরা। সুন্দরবন ওয়েলফেয়ার মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, সমস্ত কাগজপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। ভারত সরকারের হাইকমিশনের সঙ্গেও তারা যোগাযোগ রাখছেন নিয়মিত।

Be the first to comment